• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চ্যাম্পিয়ন্স লিগে অনন্য রেকর্ড গড়লেন রোনালদো 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৫:৫৩ পিএম
চ্যাম্পিয়ন্স লিগে অনন্য রেকর্ড গড়লেন রোনালদো 

মাঠে নামলেই একের পর এক রেকর্ড নিজের করে নেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর গোলেই স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে গোল করার মাধ্যমে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন সিআর-৭। 

ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ কোথাও নিজেদের চেনা ছন্দে ছিল না ম্যানইউ। এমনকি টানা হারের মধ্যে দিয়ে যাওয়ার জন্য কোচ ছাঁটাই করেছে ম্যানইউ কর্তৃপক্ষ। সোলশায়ারের বিদায়ের ৪৮ ঘন্টার মধ্যেই জয়ে ফিরল ম্যানইউ। 

ভিয়ারিলারের বিপক্ষে গোলকিপার ডেভিড ডি গেয়া খেলেছেন দুর্দান্ত। এই ম্যাচে গোল করেন রোনালদো ও জ্যাডন সাঞ্চো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোরা। 

ম্যাচের ৭৮ মিনিটে গোল করে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন রোনালদো। ইংলিশ ক্লাবের একমাত্র খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পাঁচ ম্যাচে গোল করেছেন তিনি। 

চ্যাম্পিয়ন্স লিগে মোট ১৪০ গোল করেছেন রোনালদো। ওল্ড ট্রাফোর্ডে আসার পর ১৪ ম্যাচে ১০ গোল করলেন রোনালদো। 

Link copied!